অনেকে সাধারণ জ্ঞান পড়তেছে

এমনিতে আমার SSC পরীক্ষার নম্বর অনেক কম ছিল। তাই আমি আদৌ নটর ডেমে চান্স পাব কিনা এই ভয়ে ছিলাম। তাই SSC এর পর যে সময়ে বন্ধুরা chill করতেছিল তখন আমি নটর ডেমের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু সেই পড়ার মধ্যে থেকে লিখিত পরীক্ষায় অনেক বেশি কমন পরেছিল এমন না।
এরপর যখন ভাইবার জন্য ডাকা হল তখন সুন্দর ড্রেসআপ করে গেসিলাম। ঐখানে গিয়ে দেখি অনেকে সাধারণ জ্ঞান পড়তেছে । কিন্তু সাধারণ জ্ঞানের উপর আমার কোন প্রস্তুতি ছিল না।
এরপর আমি রুমে গেলাম। স্যার প্রথমে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করল। কিন্তু আমি পারি নি। বললাম, সরি স্যার। এরকম তিনটা প্রশ্ন করেছিল। আমি উত্তর দিতে পারি নি। কিন্তু এমন ভাবে politely সরি বলছি যাতে স্যার মনে করে ছেলেটা ভদ্র। শেষে স্যার মার্কশিট চাইলেন। আমি মার্কশিট দিলাম। এরপর স্যার যেতে বললেন । ভাইবা রুম থেকে চলে আসলাম।

মোঃ রাকিবুল ইসলাম রাফি