তুই তো তাহলে আমাদের প্রতিবেশী !
আমার viva experience তেমন আহামরি কিছু না। গিয়ে ভদ্র ভাবে সালাম দিয়ে ঢুকছি, স্যার may be বসতে বলছিলেন এরপর বসছি ।
আমার নাম , বাবার নাম , মায়ের নাম, বাবা মা কি করেন ask করল । এগুলো বললাম । স্কুল এর নাম ask করছে। বললাম ।
বললেন তুই তো তাহলে আমাদের প্রতিবেশী । আমাদের নিয়ে অনেক কিছু জানিস । এরপর বললেন, যা , তুই অনেক বড় ইঞ্জিনিয়ার হবি । এরপর বের হয়ে আসলাম।